সাতেপাঁচে আজ রিতা মিত্র

উদ্বাস্তু
একটা শ্বাসরোধী পরিবেশ
নিরাময়ের খোঁজে হৃদয় ভ্রমণ করে
আনন্দের উদ্বাস্তু গলিতে।
বেহিসাবী যন্ত্রনা গুলো দিন কে দিন করে সাম্রাজ্য বিস্তার
বাতাসের ঝঙ্কার, প্রখর দাবদাহ কী সঙ্কেত দিতে চায় আজো বুঝে উঠতে পারিনি
আমি নিরব হয়ে নিরবতার সঙ্গে নিরবে কথা সারি
পাঁচ কানের মন্ত্রনালয়ের যেসব সিদ্ধান্ত সমুহ সুরে নেওয়া হয়
সর্বক্ষেত্রে তা প্রযোজ্য হবে এমনটা ভাবা ভুল
তাই দেয়ালের দিকে মুখ করে কিছু উচ্চারণ থেকে নিজেকে দূরে রাখি।