কবিতায় বলরুমে রিতা মিত্র

মিরাকেল
একটা নির্বাক বাগান বোঝেনা
একটা বিকেল সিজেয়ে – অপেক্ষার যন্ত্রনা
হাত ছুঁয়ে পথ চলার কথা ছিল ক্লান্তিহীন
এখন বিষন্নতার রেণু ওড়ে বাতাসে
কান্নারা প্রজাতির হলে
সাগরের ঢেউ মিলিয়ে যায় বালুচরে , যেখানে শুধু ঢেউ ভাঙার শব্দ শোনা যায়
বালুচরি শাড়ির আঁচলে দহনের গল্প কথার নক্সি আঁকা
বিভোর প্রেমের পথে খানাখন্দের মায়াজাল
দিগন্তের দিকে চোখ মেলে আশা রাখি মিরাকেল এর।