T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় রিতা মিত্র

এসপেরান্তো
ঝড় থেমে গেছে, পাখিরা ফিরে এসেছে হারানো নীড় এর সন্ধানে
শিকড় উবড়ে পড়ে থাকা গাছের কোটরে সুখের সংসার ছিল
তারা আজ বাকরুদ্ধ, সন্ধানী চোখে হাজারো প্রশ্ন
আমি তাদের না বলা কথা বুঝে যাই
আজ কোনো এসপেরান্তো ভাষা জানার প্রয়োজন পড়েনি
তাদের চোখে লেখা আছে নীড় হারানোর কষ্ট,সন্তান হারানোর যন্ত্রনা
এবার তারাও পরিযায়ী হয়ে গেল, তারা বিদেশী পাখিদের শ্রেনীতে পড়বে না
তাদের যাযাবর বলতে পারি, পরিযায়ী শ্রমিকদের মতো নীড় গড়তে যেতে হবে গাছের সন্ধানে।