|| T3 নববর্ষ সম্ভারে || রেজাউল করিম রোমেল

বাংলাদেশ
অনেক ঝড় ঝাপটা পার করে
আজ আমাদের বাংলাদেশ,
দেশের ভিতরে ও বাইরের শত্রু মুক্ত নয়।
ওৎ পেতে বসে আছে
এদেশকে ধ্বংস করতে।
তবুও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,
শত বাঁধা বিপত্তি পার করে।
ত্রিশ লক্ষ শহীদ ও দু লক্ষ
মা বোনের সম্ভ্রমের বিনিময়ে
অর্জিত অামাদের প্রিয় স্বদেশ।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জয় করেছে এদেশ।
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
এগিয়ে যাবে,
রুখতে পারবে না কেউ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
স্বপ্নের সোনার বাংলাদেশ একদিন হবেই হবে,
যতই আসুক বাঁধা।