কবিতায় পদ্মা-যমুনা তে রেজাউল করিম রোমেল

সময়
জীবনের কোনো এক সময় তুমি আমি
যদি গুনে যাই হাজার কোটি বছর,
তবু কি শেষ হবে গণিতের অগণিত সংখ্যাগুলো?
শত কোটি কোটি বছর যদি হাঁটতে থাকি
মহাকালের চেনা অচেনা পথে তুমি এবং আমিও।
সে চলার পথ শেষ হবে কি?
তুমি কি পারবে মহাকালের চলার পথকে
থামিয়ে দিতে এক সেকেন্ড?
যান্ত্রিক ঘড়ি চায়লেই থামিয়ে দেয়া যায়।
কিন্তু জীবন ঘড়ি!
তুমি কি চায়লেই জীবনের এক সেকেন্ড থামিয়ে দিতে পার?
তুমি কি পারো ঘটে যাওয়া ঘটনা বা র্দূঘটনা
পুনরায় আবার নতুন করে ঘটাতে?
যে চলে যাবার সেতো চলে যাবে,
আর যে আসবার সেতো আসবেই।
এই মহাবিশ্বের মস্তোবড় নাট্যমঞ্চে
তুমি অভিনেত্রী আর আমি অভিনেতা মাত্র।