যদি প্রতিপক্ষের সাথে সংলাপ চাও
তাহলে স্বচ্ছ হও;
জলের মতো স্বচ্ছ হওয়া ভালো
জলের শরীরে কোনো কালো আবরণ থাকে না।
মনের কালিমা; সমস্ত উগ্রতা, মূঢ়তা শেকড় পর্যন্ত একেবারে ঝেড়ে ফেলো জলে!
উদাসী হাওয়ায় নদীর পাড়ে বসে একটু জলকন্যার দিকে তাকাও
দেখো সে কিভাবে জলেই থাকে প্রবল ঢেউয়ের মাঝে!
পারস্পরিক সহাবস্থান করে জলের সাথে মিশে।
তুমি বরং শরতের কোনো পড়ন্ত বিকেলে নীল আকাশের নীচে বসো
আকাশের কাছে একটি খোলা চিঠি লিখো সংলাপের ব্যাপারে
সে-ই হয়তো সংলাপের ধারাপাত, নাম, নিশানা সম্পর্কে তোমাকে পরামর্শ দেবে
ফিরতি চিঠিতে —
আর হ্যাঁ
সংলাপের জন্য যে হাসিমুখো বুড়ো আঙ্গুলটি অপেক্ষা করছে
তার হাতটি ধরো, ছেড়ো না
সুন্দর আগামীর জন্য।