T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রাজেশ কান্তি দাশ

শহিদ স্মরণে
ভাষা আমার পলিজ প্রাণ
ভাষায় দুঃখ হেরি,
ভাষা আমার কুমারী মাতা
যীশুর যেমন মেরি।
আলো ভরা সকালের ভোর
অক্ষরে ঝরে রক্ত,
মিছিল, স্লোগানে তারুণ্য ছড়ায়
রফিক, জব্বারের ভক্ত।
মৃত্তিকার বুকে পলাশের রং
সূর্যরাগে হাসে আলপনা,
ভাষার দাবি চেতনায় মিশে
গড়ে হাজার স্বপ্নকণা।
হাড় কাঁপানো শীতের ভোরে
নব বসন্তের টান,
বিন্দু মিশেছে সিন্ধুর সাথে
ধরতে ভাষার গান।
ভাষা আমার হৃদয়ের স্পন্দন
ভাষা ঐক্যের সেতু,
বায়ান্নর চেতনা দ্রোহ বুনে
মানে না অন্য হেতু।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় কথা বলি,
একুশ, ভাষা শহিদের বেদি
আলো ছড়ানো কলি।