কাব্যানুশীলনে রাজেশ কান্তি দাশ
by
·
Published
· Updated
মৈত্রীরাগ
আশাবরির মতো মাটির উষ্ণ গন্ধে বিভোর চপল ঠোঁট
রঙচটাহীন নিখুঁত বাসন্তী রঙা মাটি
ঠোঁটের চপলতায় মৃত্তিকার আড়মোড়া ভাঙে ভোরআলোর ঝলক
আমি যেতে চাই ওখানে নিশি গহ্বর ডিঙিয়ে, শ্মশানের ধোঁয়া পেরিয়ে
ঘনআঁধারের মধ্যে
কেন দরবারি আঙুল ভিখিরিমেঘকে ঠকায়?
শিউলির সুবাস, কোকিলের কন্ঠ, লালন-আলাউদ্দিনের সুর জড়ানো এ কৃষ্টিবান্ধব মাটি
তবু কেন বারবার ছড়ায় মৃত্যুত্তাপের তান্ডবনৃত্য তার বুকে?
মৃত্তিকার বুকে যে সাদা পায়রাটি বসেছে আমি তার পালক ছুঁবো।
প্রান্তরের ধূলি, জলবিন্দু মিলে পলিদ্বীপে গড়েছে নক্ষত্রের মতো শস্যচিত্রের রঙকাব্য
এ বঙ্গ অববাহিকায় চাঁদের-সূর্যের অবয়ব দেখায় তার পঙ্ ক্তিমালা
তার ঝিলিক ঝিলিক রঙ ভাসছে জলে, বায়ু-বাতাসে, আকাশে
আমি ওখানে হাঁটু গেড়ে বসে থাকবো!
সূচনার সমাপ্তিরেখা না টানলে সংস্কৃতির মৈত্রীরাগ থাকে না
সভ্যতা মুখ থুবড়ে পড়ে।