কবিতায় পদ্মা-যমুনা তে রাজেশ কান্তি দাশ by · Published July 9, 2021 · Updated July 9, 2021 সুতনুকা হেঁটে হেঁটে যায় ঘুঙুর পায় কোনো এক রূপসী নিশিসমাগমে… অনিকেত প্রান্তর চিরহরিৎ দিগন্ত বিস্তৃত নীলাম্বরী… প্রাণ ছুঁয়ে যায় দখিনা বাউল হাওয়ায় অহল্যারাত্রি দেখা যায় অন্ধিসন্ধি গলিয়ে আলোকচ্ছটা ছড়ায়… অনিত্য আঁধার কেটে যায়। অনমিত সুতনুকা’র পায়ের আওয়াজ শোনা যায়; দূরে কোথাও দূরে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 মেহেফিল -এ- শায়র হামিদা আনজুমান September 20, 2019 by TechTouchTalk Admin · Published September 20, 2019