• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে রাজেশ কান্তি দাশ

ফল্গুধারা

তুমি জানো কোনটা স্বপ্ন কোনটা সুখ
উজানমুখী এ বাতাসে,
আমি শুকাই তুমি জলে ভর বুক
মিহি মিহি ঢেউয়ে আমায় ভালবেসে।
তুমি জানো কোনটা মধু কোনটা বিষ
এ তন্দ্রাময় চরাচরে,
কালা আমায় তুমি শোনাও অমিয় শিস
অন্ধের চোখ খুলে এ শব্দের স্বরে।
আমার দীর্ঘশ্বাসে জাগুক উচ্ছ্বাস বহে তোমার ফল্গুধারা
আলোয় আলোয় ভরে উঠুক এ প্রাণ, আলোস্নাত হোক সারা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।