কাব্যানুশীলনে রাজেশ কান্তি দাশ by · Published April 7, 2021 · Updated April 7, 2021 ফল্গুধারা তুমি জানো কোনটা স্বপ্ন কোনটা সুখ উজানমুখী এ বাতাসে, আমি শুকাই তুমি জলে ভর বুক মিহি মিহি ঢেউয়ে আমায় ভালবেসে। তুমি জানো কোনটা মধু কোনটা বিষ এ তন্দ্রাময় চরাচরে, কালা আমায় তুমি শোনাও অমিয় শিস অন্ধের চোখ খুলে এ শব্দের স্বরে। আমার দীর্ঘশ্বাসে জাগুক উচ্ছ্বাস বহে তোমার ফল্গুধারা আলোয় আলোয় ভরে উঠুক এ প্রাণ, আলোস্নাত হোক সারা। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 অথ শ্রী উপন্যাস কথায় আরণ্যক বসু (পর্ব – ৪১) August 28, 2023 by TechTouchTalk Admin · Published August 28, 2023