T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় রাজু কর্মকার
by
·
Published
· Updated
শ্রেয়সী শীত
উৎসবের শরত পেরিয়ে, হেমন্তের আলতো ছোঁয়া নিয়ে ,
এবার মাতবো শীতে ।
কুয়াশার চাদর তুলে, ঘাসের ওপর মুক্ত দুলে
চতুর্দিক ভরবে নৃত্য গীতে !
সৌরভ মরসুমী ফুল_ফল— কমলা, আপেল, কুল ।
মাঠ ভরবে মটর-খেসারিতে ।
খেঁজুর গুড়ের ঘ্রাণ, ভরাবে মন আর প্রাণ !
মজে যাবো পিঠে পুলিতে ।
ফুরোবে পান্তা আনতে নুন_সবজির বাজারে নিভবে আগুন !
মন ভরে যত পারো খাও ।
আলু, কপি, বরবটি _বিট, গাজর, কড়াই শুটি,
পটল, মুলো, লাউ ।
লভিতে ওম আর উষ্ণতা_গায়ে জড়াবো লেপ-কাঁথা !
আপন হবে সোয়েটার-চাদর ।
রোগ ব্যাধি জানি কম হবে_হয়তো হাত পা ফেটে যাবে,
শীতের ক্রিমের বাড়বে কদর ।
নবান্ন,বড়দিন,পৌষ পার্বন _ সাথে ভ্রমণ আর বনভোজন ।
সার্কাস আর নানান মেলা ।
খেয়ে শান্তি,ঘুরেও মজা_রবেনা জটিল রোগের সাজা !
স্নানেই যা একটু ঝামেলা !
তবে ভাবো তাদের কথা, শীতে যাদের জোটেনা কাঁথা ,
হতভাগ্য আশ্রয়হীন যারা !
কর্তব্য তাদের পাশে দাঁড়ানো, নতুন বস্ত্র কিম্বা পুরোনো !
শীত থেকে বাঁচুক ওরা ।