সাতেপাঁচে আজ রুদ্র কিংশুক

নতুন বাড়ি, মন্দির
অমলতাসের আড়াল থেকে দুর্গাটুনটুনির উড়াল
সকালের গন্ধ, চারদিকে ছেলেবেলার আকাশ,
ইথারে একটি আয়না, একটি মুখ, কস্তুরীমৃগের
ক্রমশঃ ভগ্নাংশের অংকে আটকে যাওয়া হিসাব,
তারই খোঁজ, অপারগতার দুঃখ, জমাট
জটিলতা অনিবার্য, সিঁড়ি বেয়ে ওঠা
পড়ার মধ্যে অনেকটা পতন, কিছু আলো
নতুন বাড়ির গন্ধের ভেতর একটা সুড়ঙ্গ
তারই ভেতর আমার বন্ধু, বাঁশি