মেহেফিল -এ- শায়র রানা জামান (ছড়া)
চলছে এখন ক্ষমতার পয়মন্ত
নেতা পাতির সবার স্বপ্ন
হতেই হবে ধনী
হোক না বাবা প্রান্তিক চাষী
নামটা মিয়া গণি
বাংলাদেশে উড়ছে টাকা
যে জন পারছে ধরতে
পাচার করে অঢেল টাকা
পারছে প্রাসাদ গড়তে
ওদের মতো ছিলো যারা
কোটিপতি আজকে
এরা করছে অনুসরণ
ওদের কৃত কাজকে
ঘাপলাবাজি চাঁদাবাজি
আরো যত অন্যায়
সকল কিছু হচ্ছে জায়েজ
ক্ষমতার বন্যায়
সকল প্রকার অপরাধে
যুক্ত দেদার কামাই
সকল প্রকার অফিসে নেয়
আদর যেনো জামাই
কথা-শো-তে বকাবকি
থোড়াই ওদের কেয়ার
অন্যায় করতে জুগায় সাহস
ক্ষমতার ঐ চেয়ার
ভজোঘটো ঘটে গেলে
কখনে লেনদেনের
থলের বেড়াল বেরোয় খানিক
মুখও খোলে পেনের
আমজনতা তখন জানে
কে চোট্টা কে সন্ত
মোদ্দ কথা চলছে এখন
ক্ষমতার পয়মন্ত।