হৈচৈ ছড়ায় রবীন জাকারিয়া

মুজিব মানে শক্তি
মুজিব মানে শক্তি
মুজিব মানে ভক্তি
চেতনায় মুক্তির গান
মুজিব মানেই আশা
মুজিব মানেই ভাষা
জমিনে রক্তের বান
মুজিব অর্থই জয়
দূর করে সব ভয়
স্বাধীন বাংলার গান
জীবন করে তুচ্ছ
শাপলা এক গুচ্ছ
অকাতরে জীবন দান
মুজিবের দফা ছয়
ভোটে আনলো জয়
ক্ষমতা দিলনা শেষে
নয় মাসের লড়াই
ভেঙ্গেচূরে বড়াই
ফিরলেন বিজয় বেশে৷
মুজিবের চেতনাই
ভূলে সব বেদনাই
গড়লো নতুন দেশ
ঘুমিয়ে থাকা সাপ
করলো মহা পাপ
সোনার বাংলা শেষ৷