রেবা ফিরে এসে আবার আমার বুকে “উষ্ণতা” খোঁজে ৷ নারীধরা(?) মানুষটা সুখী করেনি এতটুকু৷ সুখের “মানদন্ডটাতো” এতটুকু স্ফিত হয়নি এখনো আমার ৷
গল্প – ১৪
নিঃসন্তান দম্পতি বিদেশে চিকিৎসায় ফল পেল ৷ সোনালী চুলের ভীষণ ফর্সা শিশুটাকে প্রতিবেশীরা শ্বেতিরোগী ভাবে ৷ “জয়-জয়িতা” ভাবলো “স্পার্ম ব্যাংকের” জিনটা ছিল ইউরোপীয় ৷
গল্প – ১৫
মায়ের জন্য স্বনামধন্য চিকিৎসকের চেম্বারে সিরিয়ালের অপেক্ষায় ৷ উশখুশ করছে সকলে৷ কাঙ্খিত ডাকে জয় চেম্বারে ঢুকে হতবাক! ডাক্তার অনলাইনে প্রেসকিপশন দিচ্ছে ৷
গল্প – ১৬
লাখ টাকা খরচে নির্বাচনে জিতে যিনি জনগণের সেবার পরিবর্তে পকেট ভরিয়েছেন ৷ জাগ্রত জনতা অন্তর্বাসটুকু খুলে দিলেও ভোট ভিক্ষে করে পুণরায় ৷