হৈচৈ ছড়ায় রবীন জাকারিয়া
by
·
Published
· Updated
একটিই দৃশ্য
অফিসে সব কাজের ফাঁকে
নাম না জানা পাখির ডাকে
প্রলাপ বকা ভীষণ জ্বরে
তোমাকে শুধু মনে পড়ে।
বাঁশের পাতায় বৃষ্টি ফোঁটা
গাঙ শালিকের তুমুল ছোটা
কিংবা চাষীর ফসল চাষে
তোমার কথাই মনে আসে।
কচুরি আর শাপলা ফুলে
দাঁড়িয়ে কোন বাঁশের পুলে
বাড়ির ছাদে কিংবা লনে
তোমায় ভাবি সর্বক্ষণে।
মায়ের হাতের আদর ছোঁয়ায়
সকল শিশুই মাথা নোয়ায়
আমি নোয়াই তোমার সুরে
আছো তুমি হৃদয় জুড়ে।
ন্যাংটো ছেলের দুষ্টু খেলা
রোদ্রভরা দুপুর বেলা
বাদল দিনের কদম ফুলে
তোমায় কভু যাই না ভুলে।