কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

আমার বাংলাদেশ
দিনটা ছিলো আটই ফাগুন
বাংলা ভাষার লড়াই
ভীন ভাষাতে কথার ফ্যাশন
চলছে যেন বড়াই
ভুলেই কেন যাচ্ছি বলো
ভাষা শহিদের নাম
নিজের জীবন বিলিয়ে দিলো
পাচ্ছে কোন দাম?
দু’চারটে বাংলা আর
ইংরেজি দিচ্ছে জুড়ে!
আজব এসব ভাষা শুনে
হৃদয় যায় যে পুড়ে!
এসো সবাই বাংলায় গাই
বাংলায় কথা বলি
বাংলাটাকে ধারণ করি
বাংলার পথ চলি৷
বাংলা আমার মায়ের ভাষা
বাংলাই শুরু-শেষ
সবাই মিলে গড়বো মোরা
আমার বাংলাদেশ।