অনেকদিন পর তুমি চৌরাস্তার মোড়ে
পাশে এক লাল রং গাড়ী আর
একজন অভিজাত ভদ্রলোক
বুঝতে কষ্ট হয়না, তোমার বর
তোমার ঠোঁটে লেগে আছে ঐশ্বর্যের হাসি
তোমার প্রত্যেকটি হাসিচ্ছটা
লাখো দেবদাস গড়তে পারে
কিন্ত পারে না শুধু আমায়
কারণ কবির রক্তক্ষরণ
হয় কবিতায়।
আমি আমার ক্ষরিত রক্তের
মাঝেই তোমার অবিকৃত মুখ
ধরে রেখেছি।
আর বুঝতে পেরেছি-
তুমিতো কেবলই এক রমণী
এক জীবন্ত মাংসপিন্ড বৈ
কিছু নও৷