ভাষা, আমাদের অবিচ্ছিন্ন আত্মা
আসন্ন জীবনে, সহজেই ভাসে
ভাষার সুর, নানা রং ও গানে।
মানুষের সংসার, এক জাতি এক ভাষা
এটি স্বাধীনতার সাক্ষী, এক অনুপ্রেরণা।
রক্তের মূল্য না মাপে মুদ্রা
ভাষা হলো স্বপ্নের মানুষের জীবনে,
আমাদের ভাষা, সমৃদ্ধির মূল,
এটি সম্পর্কের সেতু, সংস্কৃতির কূল।
রক্তের লোহিত বর্ন ছুঁয়েছে আন্তর্জাতিকতায়,
সাহসী বন্ধুরা অবিচ্ছিন্ন স্বাধীনতাকে মানে,
আমাদের ভাষা, অদৃশ্য সম্পদ,
তা রক্তের মূল্য দিয়ে মাপা হয়েছে আশার প্রতিমা।
সালাম, রফিক, জব্বার ও বরকত,
রক্তে তোমাদের প্রতিশ্রুতি মানা হলো
অদেখা বৈজ্ঞানিক চিহ্ন,
আমাদের ভাষা, একতা ও সম্মানের স্রোত,
এ রক্তের মূল্য দিয়ে মাপা হলো স্বাধীনতার অনুগ্রহ।
এ ভাষার অনুপ্রেরণা বিশ্ববিদ্যালয়,
সাংবিধানিক হলেও তা স্বপ্নের মুকুট,
আমাদের ভাষা, আমাদের অবিচ্ছিন্ন আত্মা,
এ ভাষার মূল্য দিয়ে মাপা হলো স্বাধীনতার গর্ব ও মাতৃভাষার মৌলিক বুদ্ধির অনুগ্রহ।