কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

তোমাকে বড় ভালোবাসি
তোমাকে বড় ভালোবাসি, আমি জানি সেটা,
জীবনের সব সুখের একমাত্র রহস্যই যে তা!
তোমার হাসি আমার আকাশের কালো মেঘ,
ছুঁয়ে যায় সব অবুঝ হৃদয়ের স্বপ্নিল রেখ।
তোমার কথা একটি সুরের মতো,
গান হয় সব দিকে এই আমার হৃদয়ের চোখ।
তোমার মুখের হাসি, আমার মনে একটি দুনিয়া,
প্রেমের রঙিন ছবি, তোমার সাথে আমার যাত্রা।
তোমাকে ভালোবাসি,
বড্ড বড় হয়ে গেছে এই মন,
ছোট ছিল যখন, হৃদয় ছোঁয়ায় তার খেলা।
তোমার সাথে সৃষ্টি করি কবিতা,
আমার ভালোবাসা অষ্টাদশ বিশিষ্ট।
চিরকাল বাড়িয়ে যায় আমার প্রেম,
হৃদয়ে ভরে রই এই অমিত বেগবতী।
তোমাকে বড় বেশি ভালোবাসি,
এ ভালোবাসা কেবল কবিতায় ছাড়ি না।
চিরকাল ধরে লালিত হয় এই গভীর সত্য,
তোমার জীবনে এই ভালোবাসার রূপটি।
তোমাকে বড় ভালোবাসি, এই মন জানে,
শব্দের মাধ্যমে বহুকাল বহুমাত্রায় প্রকাশ পায়।
চাঁদের আলো তোমার মুখে ছুঁয়ে,
হৃদয়ে প্রতিটি মৃদু স্পর্শ জন্মায়।
বৃষ্টির কাননে অদম্য ভালোবাসা হয়তো তোমার কাছে পৌঁছায়,
হায়রে ভালোবাসা! হায়রে বৃষ্টি!
সেটা শুধু তোমার জীবনকে ফুলায়।