|| T3 নববর্ষ সম্ভারে || রবীন জাকারিয়া

চেতনা
ভীষণ সাহসী আমি, বিপ্লবী অতি
আছে নজরুল চেতনায়
নিরন্ন জনতার হাহাকারে কেন
কাঁদিব না বেদনায়?
এখনো কত কাজ পড়ে আছে বাকী
কাঁধে আছে কত দায়
বেকার তবুও ভৃর্ত্য হবো না কভু
লুটেরার সেরেস্তায়
পুরোনো কফিন ভেঙ্গে আসে বারবার
হারামির বাচ্চার দল
মেহনতি মানুষকে বানাচ্ছে লাশে
তালা দিয়ে শিল্প-কল
মজুরের বধু তবে কি বেশ্যাই হবে
বেচে দিয়ে হাতিয়ার
এসিডে পোড়া, ধর্ষিতা নারী কাঁদে
ধরে কত বাজি আর?
খুবলে খাবে বলে গাঁট বেধেছে শেষে
হারামজাদা কতিপয়
রুখিতেই হবে ওদের, বধিতেই হবে
ওরা ভীরু অতিশয়৷