কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

ছন্দ খুঁজি
হুট করে এক খেয়াল হলো
লিখতে হবে ছড়া
কী লিখবো এই ভাবনায়
চোখ যে ছানাবড়া
সবাই বলে লিখতে ছড়া
খুবই নাকি সোজা
তাইতো বুঝি রাত্রীবেলা
শব্দগুলো খোঁজা
শব্দের ‘পর শব্দ সাজাই
মিলছে নাকো জোড়া
আসলে ভাই এ পেশাতে
আমি যে আনকোড়া
লিখতে হলে ছড়া-টড়া
ছন্দের জ্ঞান চাই
তোমরা বলো এসব আমি
কোথাত্ থেকে পাই?
দুই বন্ধু অনীক-সেলিম
মোর মিনতি শোনো
শেখাও যদি ছন্দ কিছু
নেইতো ক্ষতি কোনো
নিঠুর ওরা, বড্ড পাষাণ
ভাবছে কী হামবরা?
পণ করিলাম এরপরেও
লিখবো একটি ছড়া৷