কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

মে দিবসটা দরকারি

তোমরা শুধু রং খেলবে,
হাতে বাঁধবে ফিতে৷
ক্লান্ত হয়ে ভাববে পথে
হয়তো গেছো জিতে৷
তোমার রক্তে আদায় হলো
অষ্ট ঘন্টার কাজ
সাহেবরা সেই সুযোগ নিচ্ছে
মাথায় দিয়ে তাজ
তোমার কাজের নেইতো সীমা
করছো অবিরত
সাহেবরা শুধু নিয়ে যাবে
সুযোগ আছে যত৷
মে দিবসের বন্ধ দিনেও
বেতন পাবেন তারা
তোমরা শুধু মিছিল করো
পারিশ্রমিক ছাড়া৷
রঙিন মুখোশ পড়ে শেষে
ফিরবে যখন বাড়ি
বুঝবে তখন এই দিবসটা
কতটা দরকারি৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।