কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া (গুচ্ছ কবিতা)

১| দোস্ত দুশমন
সুযোগ পেলে
শরম ফেলে
ক্যামনে চাস ইলিশ
না বুঝে চাল
“খয়রাতি” মাল
ক্যামন করে গিলিস?
হিস্যা জানি
চাইছি পানি
দিসনা ন্যায্য ভাগ
গড়ছে মরু
মরছে তরু
রইলো মনে দাগ
ভাবছি বন্ধু
তুইতো চান্দু
আসলে তুই ভিন্ন
আমরা যে তাই
টাটা গুড বাই
দোস্তীটা হোক ছিন্ন !
২| সঙ্গরোধ
থাকতে বলছে বাড়িতে
খাবার নেইতো হাড়িতে
জোর চেচিয়ে আর বাজিয়ে বাদ্য
বলছে ওরা পাঠাবে খাদ্য
সঙ্গরোধে তাইতো আছি
গুনছি সবার কাশি-হাঁচি
এরপরেও নেইকো সাড়া
অনাহারে যাব কি মারা?
বাইরে এলাম, নাকি পস্তাতে?
বাজার করতে হবে সস্তাতে
চাকরি নেই, নেই টাকাও
স্ত্রী বলে সংসারে তাকাও
ক্ষুধার নামে ছোট্ট মেয়েটি থাকছে রোজা
সবাই বলে কী? কাজটি কি এত সোজা?
ধার্মিক মেয়ে আপনার, হবে অনেক বড়
দোহাই তোদের যদি একটু সাহায্য কর
আর পারি না সইতে ওদের অনাহারের রোজা
আমি কি তবে হয়ে গেলাম সংসারেরই বোঝা?