T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় রবীন জাকারিয়া

চৌরাস্তার মোড়ে ঔদ্ধত্য যুবক
শহরের জিরো পয়েন্টের চৌরাস্তার মোড়
গ্রীস্মের রোদ্র ঝলসানো, উত্তপ্ত দুপুরের ন্যায়
আলোকিত চারিদিক৷
সুঁচ খুঁজে পাওয়ার মত ঝলমলে
শহরের জন্য গর্ব করি নিত্য৷
আজ এখানেই আমি আটকে আছি৷
এক্সকিউজ মি, আপনার কাছে কি লাইটার হবে?
বলে আমাকে আটকিয়ে রেখেছে
ক’জন ঔদ্ধত্য যুবক৷
পার্স, রিস্ট ওয়াচ এমনকি সেল ফোনটাও
নিয়ে নিল অবলীলায়৷
প্রতিবাদের ভাষা অবশিষ্ট নেই কোন৷
আমি বরং বিশ্মিত হই এই ভেবে
আমাদের নিরাপত্তা কার হাতে?
পুলিশ এখন নিরাপত্তা দিতে পারে না পুলিশের!
কাল রাতে দায়িত্বপালনরত পুলিশকে
জন সম্মুখে হত্যা করেছে মাদক ব্যবসায়ি-ডন৷
দু’টো অবুঝ শিশুর পিতার কবরের পাশে
বিলাপ করার দৃশ্য আমি দেখতে চাইনি কখনো৷
এতবড় মর্মান্তিক আর বিভৎস অপকর্মের পরও
কার সাহসে আবারো পৈশাচিক নৃত্যের মঞ্চ
নির্মাণ করেছে আজ,
এই আলোকিত চৌরাস্তায়?
আমি বিশ্বাস করতে চাইনা৷
তবুও কেন যেন মনের গহীনে
সুপ্ত এক প্রশ্ন দানা বাঁধে!
তবে কি এ শহরটা নিয়ন্ত্রণ করে
মহা ক্ষমতাধর কোন ডন?