কবিতায় রহিত ঘোষাল

ছদ্মপরিহাস
সন্তাপ বেশুমার
জলপাই গন্ধ মাঠে
রাস্তার দিকে দরজা-পাল্লা,
ক্লান্ত হুড খোলা বনানী এস্রাজ
এই সব দেখে উর্দি খুলে যায়
কফিন থেকে উড়ে যায় কাকাতুয়া
জুবুথুবু ঠিকানা- চিঠি, বর্ণনাহীন
স্তন হেম, ছদ্মপরিহাস মনে হয়,
এই শুভকাল এত দিনে এলো,
দুধভরা বুকে ভাত বাড়ো তুমি,
বুদবুদ ভর্তি যে হাওয়াকল মাথার ভিতর
চলে, সেখাতে সমবেত হয়ে গুল্মেরা,
শরীরী আলোতে যোনি চুয়ে পড়ে
আহেলী ঘাই।।