সম্পাদকীয়

রথের রশি ধরে কে কে রথ টানলেন? না আমার টানা হয়নি।
এই রথ টানা নিয়ে মনে পড়ে যায় ছোটবেলার সেই দিন৷ আমার ঠাম্মা রথ সাজিয়ে দিতেন নানা রঙের কাগজ দিয়ে৷ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তি থাকত রথের ভেতর। কিছু বাতাসা, কড়াই ও ধুপ জ্বালিয়ে বেরিয়ে পড়তাম পাড়ার রাস্তায়। জুটে যেত বেশ ক’জন সাথী। সেই রথ দেখে বেশ কিছুজন পাড়ার কাকা, জ্যাঠা, দাদুরা আমাদের খুচরা পয়সা বা টাকাও দিতেন। আমরা সেই টাকা-পয়সা জমিয়ে রাখতাম, নিজেদের মধ্যে খিচুড়ি-পাঁপড়ের ফিস্ট করতাম৷ তার মজাই আলাদা।

ছোটবেলার সেই গল্প দিয়েই শুরু করলাম আজকের এই ছোট্ট সম্পাদকীয়৷ সব্বাইকে শুভ রথযাত্রার অসীম শুভেচ্ছা জানাই৷ পাশে থাকুন। সঙ্গে থাকুন।

রাজকুমার ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *