কলকাতার বাসিন্দা।
বইমেলা ২০১৯ এ দিবারাত্রির বিড়বিড় নামে একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে প্যাপিরাস প্রকাশনী থেকে। মূলতঃ কবিতালেখক। অল্পস্বল্প গল্প ও প্রবন্ধ লেখার ও ঝোঁক আছে।
বর্ষার দিনগুলিতে প্রেম
আমার চুমু তোমার কাছে সেখানে পৌছলো,
যেখানকার ভিজে আকাশ এখন উদাসীন।
পাথর ফেটে জল গড়িয়ে যেখানে প্রতিদিন
জলশালুকের ঘরবেসাতি তৈরি করা হোলো।
আমার চুমু তোমার কাছে সেখানে পৌছলো।
আমার চুমু তোমার কাছে সেখানে পৌছলো
যার পেছনে দিগন্ত নেই,
সেই নিলীমার মাঠে
রামধনু তার রং ঢেলেছে
ব্যাকুল রাজ্যপাটে।
চিরদিনের বিস্মিত সেই নিশান যদি তোলো,
আমার চুমু তোমার কাছে সেখানে পৌছলো।
আমার চুমু তোমার কাছে সেখানে পৌছলো
সারাদিনের বৃষ্টি শেষে যখন অবকাশ
আবার কাল ফিরে আসার দিয়েছে আশ্বাস।
প্রতীক্ষার বেদনাভার এবার তবে ভোলো,
আমার চুমু ঠিক তখনি তোমার ঠোঁট ছুঁলো।