কবিতায় স্বর্ণযুগে রাহুল গাঙ্গুলী

অনুকারী রোদশীতের গন্ধ মেখে


দ্রুত গতিতে কালো পর্দা সরে যায়
জানতে পারি
ভৌগলিক দাফনের কুয়াশাতমা ভোর

সূর্য পুড়ছে।দেখি নি কখনো
পৃথিবীর পাশে রাখি পোড়া চাঁদের পেন্ডুলাম

শুধু কবিতাই লিখে যাবো : অনিয়মিত
ভাঙা কলম।বিছানার মাঝামাঝি
১হাঁটু জল ও অভেদ প্রতিফলন

রাত ছোটো হয়ে আসে = ছোটো সুতো
ঘুমের ঘোরে বৃষ্টি অসুখ।নীল ধুতরো পতন
রাত বড়ো = উলম্ব বিষুব শরীর।খেয়াল

মুখবন্ধ চোখ
আলো । আলো । আলো
ঘুমিয়ে পড়লে : পোড়ামাটির চাঁদ
জিতে গেছি
আপেল কাটাকুটি খেলায়

বালিশটা চিরে ফেললাম
তুলোর পাহাড়।শাদা ও সাদা
ঘেমে গেলে অহেতুক অপরাজিতার চুমু
একান্ত হরিতুকি।তুলনায় শুকনো হলুদ

দুফোটা জল।ফোটাফোটা চোখ
গলে যাওয়া আবেগ।তুলে রাখা
জমানো খুচরো : শেষ হয়।পরবর্তী ক্যালেন্ডার
ঠিকানা = ভুল।ভুল।ভুল একঘেয়ে

অন্ধকার ও নিকোটিন
ক্লোরোফিলে গাঢ় সম্পর্কিত তরল
দেশী মুরগীর ঝোল আর ভাত
পাড়াকুড়ানি বেবিসিটার
ওফঃ।শালা একঘেয়ে ওঠবোস
ফুঁ : পেটখসানো হলিউড = সিলিং পেইন

মুখের ওপর থেকে আড়াল সরে গেলো
দেখলাম ঠোঁট
অন্য ১পৃথিবীর সম্পূর্ণ সহাবস্থান
সমান্তরাল ও ব্যস্তানুপাতিক
১০
রাত ছুলেই : সমুদ্রজাতো ঝিনুক
চোখ খুললে : খুলে পড়ে শামুকের খোলোশ
আকাশের টপটপ্ মেঘ
শালিকের পাতে কিছু : জোয়ারের দানা
১১
বুলেট চালিও দাও
ব্ল্যাংক চেক।আওয়াজ
ট্রিগারে আসুক আত্মরতির প্রতিবিম্ব
ব্ল্যাক হর্স = শক্তির নিত্যতা সূত্র
১২
পোয়াতি মেয়েটির জন্য___
‘জঠর’ বলি না
পেট খসলে : খাদ্যভুক
চাঁদচাঁদ আহ্লাদী।জায়মান
১৩
মুখে ১টা বিড়ি ছিলো তার
(খসছে)
গলছে
}} চামড়া।বর্ণ।আতর
নদীপথ
পেন্ডুলাম অভিনয়ে
লেখালিখি ~
অতিশিশ্নীয় প্রত্নতত্ত্ব
১৪
একান্ত অভিব্যক্তি >>>>
অ।ভি।যো।জ।ন
কৌণিক রেখা
ক্লিক্ পাহারাদার ~ বিয়োজক
বিশেষ মনোক্রোম ___
টলটলে ও স্বচ্ছ
১৫
এই তো ]]
আবহাওয়া ~ চুমুক//চুমুক
অনুপ্রাস
নিয়ন-নেপথ্য
উষ্ণতা ___
বড্ড শীত//শীতল
শরীরখারাপ
নিষিদ্ধ
ফুঁ ঘেষে যেখানে দেখিনি তোমায়
নিষেক
চেয়েছি
১৬
দেখিনাকার ভীষণা মেঘলীপনা
চমৎকৃতো “র”
নিহন্তা মালাবহে
অদৃশ্য মেহফিল “শ”
||
সে ১প্রকার সঙ্গিন অপরাধ
বিয়োগাত্মক
শেষবার বিচারক
ফেটেফুটে আগ্নেয়গিরি-কোরক্
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।