কবিতায় বলরুমে রহিত ঘোষাল

গ্রীষ্মের শ্লেষ
ওই পথে আগুন
ওই পথে বরফ
তবু ওখানেই গ্রীষ্মের নির্জন শ্লেষ
এইমাত্র স্বপ্নঢিবির কাছে হত্যা হয়েছে আড়ম্বর
এখন প্রাচীন সমুদ্র রূপকথা বলা থামিয়ে
পুনরায় ডুবে যায়
এখন মা ভাই বোন তারার আড়ালে
সুগন্ধ ফুল হাতে আমায় ডাকছে
জমাট বাঁধাছে মেঘ কোথাও একটা
পৃথিবীতে এখন যেখানে বৃষ্টি হচ্ছে
সেখানেই আমি চলে যেতে চাই