সে অনেককাল আগের কথা ~ ‘তরঙ্গ’ ১ম পত্রিকা রূপে শুরু হবার কিছুসময় পর থেকেই : কবিতা বিভাগীয় দায়িত্ব; পরবর্তী সময়ে প্রধান সম্পাদক ~ বয়ে গ্যাছে সময় // প্রবাহের সমন্বয়ে অনেক জল // নানান্ ঘাট থেকে ঘাট।শুরু থেকেই যে কথাটি উপলব্ধি করেছিলাম ~ যে দেশে কবিতা তথা সাহিত্য তথা শিল্প, সবচেয়ে উৎকর্ষতা লাভ করে; সে দেশ অন্যান্য বিষয়গুলিতেও এগিয়ে থাকে // এগিয়ে থাকে বুদ্ধিমত্তায়; আর এই এগিয়ে থাকা বুদ্ধিমত্তাই দায়িত্ব নিয়ে, প্রজ্ঞা ও মেধার মেলবন্ধনে সভ্যতার এগিয়ে যাওয়াটির দিক নির্দেশক।আর এর জন্য প্রয়োজন চর্চা।বিজ্ঞানের ফলিতরূপটির বাইরে থাকা বিশেষ জ্ঞান, য্যামোন আগামীর অন্ধকার অংশটির প্রতি আলো ফেলতে বদ্ধপরিকর; ত্যামোনই চর্চার অন্যান্য বিষয়গুলিকেও।আর কবিতা পরবর্তী তথা সাহিত্য তথা শিল্প ~ এর চেয়ে কম কিছু কেবলই নয়, বরং আরো অনেক বেশিই।সুতরাং আশা করবো ‘তরঙ্গ’ এমনই নিমজ্জিত থাকুক চর্চার আবহে এবং প্রসারিত করুক আবহমান সাহিত্যের সীমানা অতিক্রান্ত নয়া আবহাওয়া।শুভেচ্ছা ও শুভকামনায় বরাবরই সাথে থাকার অঙ্গীকার রইলো।ভালোবাসা সকলকে।