কাব্যানুশীলনে ঋত্বিক গোস্বামী

ভালোবাসার কবিতা
কেউ তো হতেই পারে
অসম্পূর্ণা নারী
কেউ বা হয়ে ওঠে
অসম্পূর্ণ পুরুষ
নারীটি গৌরী বা সুআননা নয়
পুরুষটিও নয় কোনো
গ্রীক ভাস্কর্যের প্রতীক
পুরুষটিকে বর্জন করেছে তার নারী
নারীটিও বহুদিন স্বামী পরিত্যক্তা
ওদের জন্য সবুজ পার্কের এক কোণে একটা নিরালা বেঞ্চ থাকুক
পান্থপাদপের তলদেশে থাকুক
নিবিড় নিভৃতির আয়োজন
ওরা পাশাপাশি হেঁটে যাক
নিস্তরঙ্গ স্বচ্ছ নদীটির ধারে
অভিজ্ঞ চাতকের মতো
পান করুক কয়েক ফোঁটা বৃষ্টিজল
তারপর শামুকের দিকে
চড়ুইয়ের দিকে নির্নিমেষ তাকিয়ে
বলে উঠল পৃথিবী
তোমাকে বড্ড ভালোবাসি
আমাদের জন্য ভালোবাসা দাও
একটুকরো ভালোবাসা।