কবিতায় রাজেশ গঙ্গোপাধ্যায়

ছদ্মবেশ
পায়েই ছিলাম, পায়েই থাকার কথা ছিল
পদক্ষেপের কম বেশী নির্ধারণ করে সবকিছু
এগোনো বা পিছিয়ে আসার মধ্যে আত্মরক্ষা লুকোনো রয়েছে
পায়েই আছি, পায়েই থাকার কথা ছিল
ওরা ধুলো মাথায় নিয়েছে বিশ্বাসে,
ভালো হোক ওদের!
দেবতারও দাঁড়াবার জুতসই স্থান প্রয়োজন হয়
নিক্কণ স্তিমিত হয়ে এলে পা দুটো টনটন করে ওঠে
মনে হয় কেউ মিঠে হাতে পায়ের ক্লান্তি মুছে দিক
অলঙ্কার থেকে দূরে আদুল গায়ের ঘাম শুষে নেয় মধ্যবিত্ত হাওয়া।