T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রাজেশ গঙ্গোপাধ্যায়
by
·
Published
· Updated
অনন্যোপায়
কেন যে এভাবে লিখে গেছেন!
একটার পর একটা নদী রাখা শব্দের নোঙর ভেজাতে
তরণীর ক্লান্তি আসে জলের মত
ঘুমের গভীরে রাখে দাঁড়…পালজুড়ে নিস্পন্দ হাওয়া…
দ্যূতির ভিড়েও
উজ্জ্বলতম তারাটিকে ঠিকই চেনা গেছে!
আমাদের ম্যাজাই জন্ম যীশু অবতারে বাধিত হয়েছে –
প্রমা, প্রেম, বৈরাগ্য, বিমূর্ততা…অনুভূতির প্যালেটে আর কোন রং নেই
সৃষ্টির ব্যাপ্তিতে অস্পর্শ রয়েছে।
নিভৃতির ভেতর দালানে একান্ত রোদের জৌলুশ,
অস্তিত্বের কারণ হিসেবে লিখে রাখে –
‘হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়’…