|| Radhika Fashion Institute || মধ্যেবিত্তের স্বপ্ন পূরণের এক হাতছানি

Fashion Design যেন বর্তমান যুগে সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এই নাম শোনে নি এরকম মানুষ খুব কমই আছে। তবে fashion Design নামটা যেরকম আভিজাত্য পূর্ণ তা শেখাটা ঠিক ততটাই খরচা সাপেক্ষ। চাইলেই সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর মধ্যবিত্তদের ঘরে একপ্রকার ধরা ছোঁয়ার বাইরেই। তবুও ইচ্ছা তো হয়ই। আর সেই জন্যই Radhika Fashion Institute করে চলেছে মধ্য বিত্তের স্বপ্ন পূরণ।
যারা 2015 থেকে সাফল্য মণ্ডিত করে চলেছে নানান ছাত্রীদের। যার পথ চলা শুরু হয়েছিল মাত্র 2জন ছাত্রী নিয়ে। আজ তাদের ছাত্রী সংখ্যা প্রায় 150জন। এবং সেই ছোট ছোট স্বপ্ন গুলোকে বাস্তবায়িত করার জন্য কর্ণধার মানসী রক্ষিত এর প্রচেষ্টায় আগামী 4th september তারা আয়োজন করতে চলেছেন একটি Fashion Show এর। যেখানে প্রতিটা ছাত্রী তাদের নিজেদের পোশাক নিজেরা বানিয়ে সকলের সামনে তুলে ধরবে। সেখানে আমন্ত্রণ রইলো আপনাদের সকলের। Radhika Fashion Institute এভাবেই এগিয়ে যাক আরও আগামীর সাফল্যের দিকে।