কবিতায় রামদাস মণ্ডল

অস্তিত্ব
নিজের অস্তিত্ব রক্ষা করা বড়ো দায়
এভাবে কি করে থাকি এই বসুধায় ?
পাইনি উপায় খুঁজে পাইনি তো কিছু
সকলে ছুটছে আজ ভুলেরই পিছু !
কে কাকে বলবে ভালো কে বা হয় মন্দ
পৃথিবীর বুক হয় শুধু খানা খন্দ !
আকাশ উদার বলে বুক রাখে খুলে
বাতাস আজও বয় যায় না তো ভুলে !
ফুল ভেবে তারা তুলে সাজি ভরে যায়
ভাল লাগে চেয়ে থাকি দূর নীলিমায় !
বর্তমান সভ্যতার কোন্ স্তরে থাকি
নিজেকে আড়াল রেখে চলে ডাকাডাকি !
জ্ঞানীরা সবাই ছুটে অস্তিত্ব রক্ষায়
প্রকৃত মানুষ চেনা নেই তো উপায় !