সাতেপাঁচে আজ রত্নদীপা দে ঘোষ

মুঠো
দূরের আকাশ আশ্রয় চায়।
আমি দম দেওয়া নদীপুতুল, খুলে দিই বুকের ভ্রূ-পল্লব।
‘আমাকে উদ্ধার করো’ কাতর চিঠি আঁকে সে আমার চোখে।
উপকথা শোনাই, শক্তসুতোয় গাঁথা সোনার তরীটি।
মহোৎসব লুণ্ঠন! জাদুনৌকোর দরজা!
তুমুল রোদ্দুর আঁকা কী দারুণ আহ্লাদ।
আটখানা রাত ভর্তি
প্রকাণ্ড মিটিমিটি আমার মুঠো!
তবু একটু আলগা হলেই