কবিতায় রত্না দাস

আমার বসন্ত দিন
স্বপ্নমদির নেশামেশা উথালি পাথালি বাতাস
মন রে তুই বল্ সাড়া দিতে চাস কি না চাস!
দিলদরিয়ায় তুফান তুলে মেঘের ভেলা ভাসে
নানা রঙের ফুটছে আলো অজানা অবকাশে।
মনের দেখি ভারি ব্যারাম ভীষণ ব্যাজার মুখ
ধরা না দিয়ে পিছলে যেতেই পায় যেন বেশ সুখ।
চল্ না রে মন ফাগুন আগুন সেঁকি বসে আজ
অমনি মন বলে বসে তার নাকি ভারি কাজ!
না না না না শুনবো না কিছু ডাকছে ঋতুরাজ।
ডালি ভরে এসেছে নিয়ে দেখো কত ফুলের সাজ।
চলকে গেল সুখ পেয়ালা উছলে এলো খুশি
এসো এসো বাসন্তীকা মন বলছে ভালোবাসি।
পলাশ শিমুল রাঙা হয়ে রাঙিয়ে দিলো মন
ফাগুন দিনে পথভোলারা পেলো খুশির ক্ষণ।