অণুগল্পে রমেশ দে

অভিশাপ
আজকের সমাজ আজ অভিশাপের কবলে জর্জরিত। মানুষের মুখে হাসি যেন হারিয়ে গিয়েছে। তাকে টাকা দিয়ে কিনতে হয়। হাসতে হলে যেতে হয় লাফিং ক্লাবে। কিন্তু দাদু,ঠাকুমা, দাদা, ভাই, বোন সেই একান্নবর্তী পরিবারের খুশি আজ কল্পনা করতে হয়। পরিবারে টাকা বেড়েছে, বেড়েছে অশান্তি, বেড়েছে হিংসা। সেখানে আজ স্থান পায় না, ডিজিটাল যুগে আধুনিকা বউ এর সাথে তাল মিলিয়ে চলতে না পারা দাদু, ঠাকুমা, বাবা, মায়ের ভালোবাসা। শৈশব কালে দাদু, ঠাকুমার কাছে শোনা সেই লালপরী,
নীলপরীর গল্প আজ আর শোনার উপায় নেই। তাদের গল্প শোনানোর জায়গা হয়ে পড়েছে একলা কাটানো সেই বৃদ্ধাশ্রম। যেখানে পাঠক একা শ্রোতা কেউ নেই!