কবিতায় রুনা দত্ত

নেই তুই এই শহরে …..

তুই নেই ,নেই তুই আমার কাছে,এই শহরে
নেই খোলা আকাশ নেই সবুজ বাতাস
নেই মাটির ঘ্রাণ নেই শিকড়ের টান
নেই প্রেম নেই ভালোবাসা ছিন্নমূল এই শহরে ।
আমার শহর এখন বন্দি মুঠোফোনে আর স্কাইপিতে
এই শহর বন্দি এখন ভার্চুয়াল প্রেম আর ওয়েবক্যামে ।
এই শহরে যন্ত্রণা আছে , আছে বিষবাষ্প
আছে লুকোনো পাপ, অনেক লুকোনো অভিশাপ
আছে সারি সারি দশ বাই দশের খুপরিতে
ছোট ছোট জেলবন্দি ধূসর আকাশ ।
আজকাল বরং  মনে হয় এই শহরে
মুখের থেকে বেশী মুখোশের বাস।
.এই শহরের  সবুজে বাসা বেঁধেছে অসুখ
হলুদ বিবর্ণ কোষে শুধুই  মৃত্যুর ছোঁয়াচে স্পর্শ
আর শহরের  পিচ ঢালা রাজপথে শুধু হাহাকার।
শপিং মল , রাতের অন্ধকার, নিষিদ্ধ হাতছানিতে
বাতাসে অবৈধ লেনদেনের গন্ধ ভাসে ……
মিথ্যের ম্যানিকুইনে আটকে থাকে
চলমান মানুষের আকাশচুম্বী লোভ।
সকলেই ছুটছে অলিগলি থেকে রাজপথে
ছুটছে শহর দিন থেকে রাতে, রাত থেকে দিনে
ফেলছে বেহিসেবি পা মিথ্যের অসংখ্য ফাঁদে ।
আটকে আছে আমার শহর আজ
মিথ্যে প্রতিশ্রুতির ঘেরাটোপে
কোথায় থামতে চায় ?কোথায় সীমানা ?
বুমেরাংয়ে লেগে ফিরে যায় মানুষের বাঁচাগুলো।
ক্যালাইডোস্কোপে ক্রমশ সণ্দিগ্ধ আমি
অবিশ্বাসের কাছে বিশ্বাস নতজানু এই শহরে
এই শহরে মানুষ আছে ,আছে মানুষের বোবা কান্না
আছে বিষণ্ণতা , হারানোর ভয় ,লুকোনো চোখ।
কিন্তু আরো আছে , চেনা মুখের আড়ালে অচেনা মুখ
শুধু তুই নেই , নেই তুই আমার কাছে,এই শহরে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

কপি করার অনুমতি নেই।