কবিতায় রত্না দাস

মৃত্যু অমোঘ
শাশ্বত সত্যের কাছে নতিস্বীকার
মৃত্যু এক অঙ্গীকার —
দহন বেলার শেষে, নেবে ঘুমের দেশে
তখন কানে কুজন, বাতাসের বীজন
পুরস্কার।
ভাঙবে আগল খুলবে দুয়ার
আসবে জ্যোতির্ময় সত্ত্বা
অপলক চোখে চাওয়া পরম প্রিয় পাওয়া
জীবন এক অবিনশ্বর আত্মা
কথারা স্তব্ধ শ্বাসে করবে চীৎকার
এ পথ তোমার এ পথ আমার
জানিনা কি আছে শেষে
অন্তবেলায় দিনান্তখেলায় অমল উপহার
ফুরাবে যত প্রাপ্ত তিরস্কার…
যা ছিলনা হয়তো নায্য
সবই কখনো অনলদাহ্য
তবুও ইচ্ছা, অনিচ্ছায় স্বীকার।
নয়ন মুদে দেখি বাঁধন জোর
এই কী আত্মজন ছিল কখনো
পান্থপাদপ হয়ে পায়ে পায়ে!
আজ খোলা হল সব প্রাপ্তি অপ্রাপ্তির ডোর…