T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় রমেশ দে

ধিক্কার
১৯৪৭ এ স্বাধীনতা পেয়েছিলাম। কিসের জন্য স্বাধীনতা ছিল? খাদ্য, বস্ত্র আর বাসস্থানের স্বাধীনতা। খাদ্যের স্বাধীনতা পেয়েছি। আর পেয়েছি বলেই, রাস্তার মোড়ের ওই বারের দোকান গুলোতে গেলেই কিন্ত খালি হাতে ফিরে আসতে হয় না। আর অবাধে মাদক পান করার সুযোগ মেলে। এ যেন সাংবিধানিক অধিকার। যার উপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয় না।আর আমাদের বস্ত্রের অধিকার। বস্ত্রের অধিকার দিয়েছি আর মেয়েদের শরীর থেকে খুলে নেবার অধিকার নিয়েছি। আর তার শত শত প্রমাণ আমরা পেয়েছি। আরো প্রমাণ করে পেয়েছি R G KAR মেডিকেল কলেজের ঘটনা। জগৎ আর জীবনের মাঝে বেঁচে থাকার জন্য শেষ লড়াইয়ে মেয়েটি পারেনি নিজেকে রক্ষা করতে। কর্মসথলের জায়গাতে নিজের বাসস্থানের অধিকার কেড়ে নিয়েছি। কিসের আশায় আমরা বলতে পারি, আমরা Digital India তে বসবাস করছি। আমাদের প্রত্যেকের হাতে smartphone, আমরা চাঁদে পাড়ি দিয়েছি। আগামী দিনে হয়তো আমরা সূর্যে পাড়ি দেবো। কিন্ত দ্রৌপদীর বস্ত্রহরণ আজও বেড়ে চলেছে। এ যেন আমাদের উন্নতির এক জ্বলন্ত দৃষ্টান্ত। দূর্গা পূজায় আমরা স্তুতি করি “রুপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি”। আর তাই আমাদের মন্ত্র হোক “নারীদের সম্মান করুন সমাজকে বাঁচান। প্রকৃতিকে সম্মান করুন বিশ্বকে বাঁচান”।