অণুগল্পে রমেশ দে

মাটির প্রদীপ
বাবা আমার বানানো সেই মাটির প্রদীপ,সেও তো আমাদের মাঝে টিকে থাকতে চায়।সেও তো আলো দিতে চায়।কিন্তু সে তো পারে নি। তাকে জ্বলতে হলে, আলো দিতে হলে অন্যের পছন্দের স্বীকার হতে হয়। কিন্তু তুমি তো তা পারো নি। এই সমাজ তোমাকে আর পছন্দ করে না। যেখানে হাজার আলোর রোশনাই সেখানে তোমাকে কে পছন্দ করবে ? যেখানে রঙবেরঙের আলোয় সমাজ রঙীন হয়ে যায়, সেখানে তোমার আলোর ছটা সমাজকে তো রঙীন করতে পারে নি।যে সমাজ তোমাকে পছন্দ করেনি, সেখানে তুমি আর এসো না। যদি না পাই অন্ন, বস্ত্র ,বাসস্থান। অসুস্থ বাবার যদি না হয় কোনো চিকিৎসা। যদি না থাকে বিদ্যালয়ের ভর্তির টাকা।তবু তুমি আর এসো না!যাই বাবাকে বলি বিক্রি হয়নি বর্তমানে যুগে হাজারো আলোর মাঝে নিজেকে টিকিয়ে রাখতে না পারা আমাদের সেই ছোট্ট মাটির প্রদীপ গুলো।