কবিতায় রত্না দাস

ওঠাপড়া
পেছনে ফেলে হাসিখুশি
নিয়ে অনেক দুঃখরাশি
পেরিয়ে যাই দুস্তর পথ।
কিছুটা উচ্ছলতা
কিছুটা বা তিক্ততা
অব্যক্ত থাকে মনোরথ ।
আগামী সম্ভাবনায়
কত ভীরু ভাবনায়
থমকে থাকা মন
অজানিত কল্পনাতে
কাঁপা কাঁপা চুপি রাতে
আসে ঊর্ণনাভের ক্ষণ।
জালবোনা জালকাটা
জীবনের পড়া ওঠা
চলতে থাকে অনুপল
তারই মাঝে দিয়ে সাড়া
নানা কিছু ঘাঁটা নাড়া
বোধ জন্মে নিরূপ নির্মল।