T3 নববর্ষ সংখ্যায় রমেশ দে

নতুন বছর
বছরের শেষ, পিছনে ফেলা দিনগুলো যেন হৃদয় আর শরীরের মাঝে দোলা দিতে থাকে। কিছু ফেলে আসা দিন আর হারিয়ে যাওয়া কথা যেন বারবার মনের মাঝে এসে নাড়িয়ে যায়।না বলা কথা আর না দেখা দিন গুলো যেন নতুন বছরের জন্য অপেক্ষামান। পুরানো বছরের সুখ, দুঃখ, হাসি, কান্না,মান, অভিমান এগুলো সব যেন হারিয়ে গিয়ে কোনো এক ইতিহাসের পাতায় স্থান করে নেয়। পুরানো সেই বছর গুলো যেন আজ ও মনে করিয়ে দেয় দাদু, ঠাকুমা আর সেই একান্নবর্তী পরিবারের কথা। নতুন বছরের প্রথম দিনে নতুন পলাশ পাতা এনে ছাতু,ভাত খেয়ে বাবা,কাকার হাত ধরে হালখাতার মিষ্টি নিয়ে আসা।আর সব ভাই বোনরা মিলে ঝগড়া করে খাওয়ায় কথা। বর্তমানের নতুন বছরে আর ফিরে পাওয়া যায় না সেই একান্নবর্তী পরিবার। ফিরে আসে না বন্ধুরা মিলে গাছ থেকে তেঁতুল পেড়ে লাড্ডু বানিয়ে জিভে জল আসা সেই খাওয়ায় আনন্দ। এখন শুধু ফিরে আসে হাজার মানুষের গুঞ্জন আর হিঙসার বাতাবরণ দিয়ে তৈরি এক অন্য পৃথিবী। যেখানে খাবার অভাব না থাকলেও শান্তির অভাব কিন্তু থেকেই যায়। আর মনের মাঝে শান্তি না এলে হাজার টাকার ভিজিট নেওয়া ডাক্তার ও একদিন রোগী হয়ে যায়।তাই নতুন বছরে সবার ফিরে আসুক খুশি আর আনন্দ।