T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় রত্না দাস

শারদপ্রাতে রাত পোহালো
সোনারোদের কণায় মেঘের ছায়ার খেলায় শাওন ভাঁদোর মেলায় আসে শরৎ পায়ে পায়ে
গহন বনছায়ে মৃদুল মধুর বায়ে…
বাতাসে বাজে আগমনী মননে লহর সুরধুনি শুনতে পাই পদধ্বনি। মায়ের আলোয় ভরা নয়ন করছে চিত্তহরণ অঙ্গ স্বর্ণবরণ…
কাশের বনে দোলা আজ হৃদয় দুয়ার খোলা আনন্দ ঢেউ তোলা শোভন মনোহরণ অলক্তক রঞ্জিত চরণ ।মা উদ্ভাসনে মোহন। ছড়িয়ে দিয়ে খুশি বান ডেকেছে হাসি শারদপ্রাতের বাঁশি ভুলিয়ে দিল বেদন…
থাক না পড়ে দুখব্যথা আজ হোক কথকতা সুরে সুরে বাজে বারতা। প্রাঙ্গণ আলোময় সব অলীক মনে হয় ধরিত্রীর নবজাগরণ। মায়ের হাতে বরাভয় অসীম স্নেহময় উৎসব উৎসারে বয়…
ধনী নির্ধনে একসুরে আনন্দেতে মাতে রবিকরোজ্জ্বল মোহনীয়া প্রভাতে ।