কবিতায় রত্না দাস

এই কি স্বাধীনতা!
স্বাধীনতা তুমি কালোমেয়ের আঁচলে
পরিযায়ী শ্রমিকের পায়ে
স্বাধীনতা আজও তুমি আছো বসে
দ্বিধাদ্বন্দ্বের ছায়ে…
আজাদী শোকেসে রাখা এক
লেকচারের নাম
আজাদী আমআদমী বোঝেনা
খায় না মাখে কি কাম…
স্বাধীনতা, কাকে বলে স্বাধীনতা
মননে চিন্তনে সর্বত্র অধীনতা
তার কী নাম স্বাধীনতা!
মৌলিক অধিকারে খর্বতা
কোথায় মত প্রকাশের স্বাধীনতা!
নেতা মন্ত্রীবর্গের চূড়ান্ত বিলাসিতা
কৃষক শ্রমিকের কপালে কৃচ্ছতা
তাদের জন্য পড়ে থাকে দীনতা
দাবি আদায়ে নাকি বড়ই ধৃষ্টতা
আমজনতার শুধু ভোটের বেলা মান্যতা!
অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা
আজ তা হতমান, সর্ব অঙ্গে ক্লীবতা
বিনষ্ট সীমায় ক্রম অবগতা
চাই ভোগ করার অগাধ ক্ষমতা
লুন্ঠিত হচ্ছে প্রতি পলে মানবতা
আসুক উজ্জ্বল দিন দূর হোক জীর্ণতা।