অণুগল্পে রমেশ দে

আঘাত
কোনো পাথর যদি হাতুড়ির আঘাত ও কাটার যন্ত্রের আঘাত সইতে না পারে, তাহলে সে কোনোদিন সুন্দর মূর্তি হতে পারবে না। খেত যদি তার উপর লাঙল চালানোকে কষ্ট বলে মনে করে, তাহলে সে কোনোদিন ফসল দিতে পারবে না। কাঠ যদি তার উপর করাত চালানো সহ্য করতে না পারে, সে কোনোদিন সুন্দর আসবাবপত্র উপহার দিতে পারবে না। কোনো ছাত্র যদি পড়াশোনাকে ভালোবাসতে না পারে, তাহলে পরবর্তী জীবনে সে ভালোবাসা পাবে কি করে। মানুষ যদি জাতপাত, বর্ণবৈষম্য কে ভুলতে না পারে তাহলে সুন্দর সমাজ গঠন হবে না। জীবনে থাকা সমস্যাগুলো কে যদি জটিল মনে হয়। তাহলে জীবন গঠন হবে কি করে।