অণুগল্পে রমেশ দে

ভুলে যাওয়া
ছোট্ট বেলায় সেই গ্রামের পাঠশালা, যেখানে পড়া না পারলে মাস্টারের বকুনি আর শাস্তি। আজকে এগুলো খুঁজলেও মেলে না।আর যাদের মেলে তাঁরা তার দাম দিতে চায় না । সহপাঠী অর্পন, বকুল,রঘু,যাদব আর দীপা এদের সাথে লুকোচুরি খেলা।কত আড্ডা, গল্প, চড়ুইভাতি এগুলো আজ যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এদের সবাই আজ কর্মব্যস্ত, সাংসারিক জীবনের কঠিন লড়াইয়ে ব্যস্ত
আর কেউ বা কঠিন রোগের সাথে লড়াইয়ে ব্যস্ত ।
আজ তাদের সাথে দেখা ,গল্প করা, এগুলো যেন অতীতের অতীত। স্বপ্ন আর বাস্তব যেন মিলতে চায় না।আর এই “অতীত,সে তো সব ভুলিয়ে দিতে চায়। বর্তমান সে তা পারে না।সে তো সব কিছু জাগিয়ে তুলতে চায়।আর ভবিষ্যত এই দুইয়ের মিলিত প্রবাহে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকতে চায়”।