গদ্য কবিতায় রমেশ দে

অভাব
যাদের খাবার জোটে না, তাদের খাদ্যের অভাব। যাদের পরনে জামা কাপড় জোটে না তাদের বস্ত্রের অভাব।মাথার উপর যাদের কোনো ছাদ নেই তাদের বাসস্থানের অভাব। যারা বেকার, তাদের কর্মের অভাব। আবার যাদের মরনাপন্ন রোগীকে বাঁচানোর মতো অর্থের জোগাড় হয় না, তাদের আবার অর্থের অভাব। যাদের শরীর রোগাক্রান্ত, খাদ্যের থেকে ঔষধ যাদের জীবন। তাদের আবার সুষ্ঠ, সবল শরীরের অভাব।যারা জন্ম থেকে অন্ধ, জীবন যাদের কাছে অন্ধকারময় তাদের দৃষ্টিশক্তির অভাব। যারা অল্পেই কেঁদে ফেলে, হৃদয় যাদের নরম, তাদের ভালোবাসার অভাব।যারা অন্যের দুঃখ সহ্য করতে পারে না সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় তাদের ধনের অভাব। যাদের দিন শুরু টাকার গন্ধে। জীবন যাদের অর্থময় তাদের আবার শান্তির অভাব। যারা জগতে কোনো কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা রাখে না। কামনা, বাসনা যাদের চাহিদার বস্তু নয় তারা আবার ভালোবাসার পূজারী।